কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাইরে বের হচ্ছে না। তবে কাজেরর সন্ধানে বের হওয়া মানুষজন পড়েছে চরম বিপাকে।গরমে জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বেড়েছে রোগীর চাপ। জেলায় আরো দুদিন এমন তাপমাত্রা অব্যহত থাকবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম আবহাওয়া অফিস।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি গবেষণাগারের তথ্য মতে, কুড়িগ্রামে দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এতে বাতাসের আদ্রর্তার পরিমান ছিল ৫০ শতাংশ। আগামী আরো দুদিন এমন তাপমাত্রা আবহাওয়া অব্যহত থাকবে বলে জানান রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র।
কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবু দারদা হেলাল জানান, ঈদের দিন থেকে প্রচুর গরমে কাহিল হয়ে পড়েছি।আকাশে মেঘের আনা গোনা দেখা দিলেও বৃষ্টি নেই। গরমে কাজ কর্ম করতে সমস্যা হচ্ছে। কি করবো। ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না।
কুড়িগ্রাম সদর হাসপাতালের রোগীর স্বজন মাহবুব রহমান বলেন, প্রচুর গরম।হঠাৎ আমার মেয়ের ডায়রিয়া দেখা দেয়। এখনো হাসপাতালে আছি। কিছুটা সুস্থ হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, গরমে মানুষজনের সতর্কতা অবলম্বন করে চলতে হবে।স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।বিশেষ করে বৃদ্ধ, কিশোর ও শিশুদের বাড়তি যত্নের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন তিনি।
পড়ুন: কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ
এস