১৫/০৭/২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ
26.9 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় আপন দুই বোন নিহত 

কুড়িগ্রাম সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাক্টর চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন।নিহতরা হলেন, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া ও কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন।নিহতরা আপন বোন বলে জানা গেছে। 

বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রোকেয়া ও পারভীন দু বোন দাওয়াত খেয়ে ভাইয়ের জন্য খাবার পৌছে দিয়ে স্বজনদের বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে কাঁঠাল ডিগ্রি কলেজের সামনে পৌছিলে কাঁঠালবাড়ীগামী দ্রুত গতির একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলে রোকেয়া বেগম মারা যান।গুরুতর আহত পারভীন বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : কুড়িগ্রামে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম : তালিকায় ২ হাজার স্বচ্ছল ও চাকরিজীবী

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন