কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সাগরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আরমান হোসেন জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত যুবকের পরনে ছিল হাতাকাটা ছাই রঙের গেঞ্জি ও নেভি ব্লু প্যান্ট। স্থানীয়দের কাছে খোঁজ নিয়েও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
পড়ুন: গণঅভ্যুত্থান করেছে জনগণ, কোন মাস্টারমাইন্ড ছিল না: ফরহাদ মজহার
দেখুন: সংকটে অর্থনীতি: নির্বাচনের নির্দিষ্ট তারিখ চায় সিপিডি |
ইম/

