১৫/০৬/২০২৫, ৯:১৭ পূর্বাহ্ণ
28.1 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:১৭ পূর্বাহ্ণ

কুতুবপুরে ভুট্টা ক্ষেতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টার দিকে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের নাম আলমগীর হোসেন (৪৫)। তিনি সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত শামসুল মণ্ডলের ছেলে।



সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, রোববার দুপুরে খড়ি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আদমকুড়ি মাঠে যান আলমগীর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ভুট্টা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে আলমগীরের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।



পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি খালিদুর রহমান আরও বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি স্বাভাবিক মৃত্যু না হত্যা—তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।’

পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

দেখুন: চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন