‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে কুমিল্লায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষ্যে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জিলা স্কুল মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ, ফায়ারা সার্ভিসের সহকারি পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মহড়ায় অংশ নেন। মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।