কুমিল্লার চৌদ্দগ্রামে লাশবাহী অ্যাম্বুলেন্সের দুর্ঘটনায় সৌদি প্রবাসীর বড় ভাইসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (৫ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা (কালিকাপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সৌদি প্রবাসী রুবেলের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ফটিকছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দক্ষিণ চৌদ্দগ্রামে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি ১৪ চাকার লরির পেছনে ধাক্কা দেয়। এতে নিহত হন রুবেলের বড় ভাই বাবুল (৩২) ও প্রতিবেশী ওসমান মিয়া (৪০)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আরেক প্রতিবেশী বশির মিয়াকে (৩০)। তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে সৌদি আরবে মারা যান রুবেল। শনিবার সকালে মরদেহ দেশে পৌঁছায়। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ বাড়িতে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, লাশবাহী অ্যাম্বুলেন্সটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।
