২০/০৬/২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ

কুমিল্লায় বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চকলেট বাজি ফুটিয়ে আতংক সৃষ্টির ঘটনা ঘটেছে। ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটিকে কেন্দ্র করে পদ বঞ্চিতদের সমর্থকরা এ ঘটনা ঘটায় বলে ছাত্রদলের একটি সূত্র জানায়।

শনিবার (১৭ এপ্রিল) সন্ধায় নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধায় ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। সেখানে তারা অবৈধ কমিটি মানি না, মানবো নাসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে বিএনপির দলীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা আসবাসপত্র ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করে। পরে তারা চকলেট বাজি ফুটিয়ে আতংক সৃষ্টি করে কান্দিরপাড় হয়ে লাকসাম সড়কের দিকে চলে যায়। পরে আশেপাশের দোকানদার ও স্থানীয়রা আগুন নিভায়।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক নাহিদ রানা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দীর্ঘ ৭/৮ মাস যাচাই বাচাই করে ত্যাগীদের দিয়ে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করে। যারা বিগত সময়ে ফ্যাসিসদের সাথে আতাত করে রাজনীতি করেছে, এখন অনেকে দলে অনুপ্রবেশ করেছে তারাই দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। শহীদ জিয়ার আর্দশ ধারন করতে কেউ এমন ন্যাক্কারজনক কাজ করতে পারেনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচার চাই।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী ও ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তোয়ায়েল আহম্মেদ বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, হামলার শিকার হয়েছি, মামলা খেয়েছি, জেল খেটেছি। একদিনের জন্যও আমি মোবাইল ফোন বন্ধ করেনি। অথচ আমাদের মূল্যায়ন করা হয়নি। টাকার বিনিময়ে কেন্দ্র থেকে পকেট কমিটি আনা হয়েছে। আমরা এ কমিটি মানিনা। মনের ক্ষোভ থেকে পদবঞ্চিত আমাদের নেতা কর্মীরা এ ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, কান্দিরপাড় দলীয় কার্যালয়টি আমরা সহসাই সংস্কার কাজ শুরু করবো। ফলে এটি দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় আছে। শনিবার সন্ধায় এ কার্যালয়ে অগ্নিসংযোগ ও চকলেট বাজি ফুঠানোর খবর পাই। কে বা কারা এ কাজ করেছে এ বিষয়ে আমরা খোজ খবর নিচ্ছি।

উল্লেখ্য, (১৫ মে) বৃহস্পতিবার বিকেলে দীর্ঘ ৭ বছর কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর ছাত্রদলের পদবঞ্চিত বিক্ষুদ্ধ হয়ে উঠেন। নেমে পড়েন সড়ক। মুখে মুখে স্লোগান ছিল ঘোষিত কমিটি বিলুপ্তির। এরপর তারা কুমিল্লা পূবালী চত্বরে জমায়েত হয়ে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে ছাত্রদল নেতা কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি এবং ছাত্রদল নেতা নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৩ সদস্যের আংশিক কমিটি দেয়া হয়েছে।

১৫ মে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে রয়েছেন ৬ জন। এদের মধ্যে সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহ সভাপতি সোলেমান মুন্সি, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরিফ, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন।

কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক কমিটিতে রয়েছেন সভাপতি নাহিদ রানা, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি শাহাবুদ্দিন ভূঁইয়া হাসিব ,সহ-সভাপতি তারিক আজিম ভূঁইয়া রাজন, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাইয়াজ রসিক প্রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমনুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন উল আজিম কাফি, আহসানুল রাব্বি , ওসাম রহমান, ফারদিন মজুমদার, রাকিবুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।

পড়ুন : কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন