১৯/০৭/২০২৫, ২:০২ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:০২ পূর্বাহ্ণ

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী শিমুল গ্রেপ্তার

কুমিল্লায় সেনাবাহিনী-র‌্যাবের যৌথ অভিযানে বিদেশী পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী আবু ওবায়েদ শিমুলকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। সোমবার সকাল ১০টায় কুমিল্লা র‌্যাব-১১, উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি জানান।

র‌্যাব জানায়, সোমবার (১৬ জুন) ভোর রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু ওবায়েদ শিমুল (৩৩) কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে।

অভিযানে তার হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ ও তিনটি ককটেল ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। এসময় তার অন্যতম সহযোগী সাইফুল ইসলাম পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত শিমুল এর বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী আবু ওবায়েদ শিমুল দীর্ঘদিন ধরে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করে আসছে। সে নিজ এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।

অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সাইফুল ইসলাম নামে অপর এক সন্ত্রাসী পালিয়ে যায়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, শিমুল কুমিল্লার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে। এক সময় এই রেজাউল পলাতক এমপি বাহাউদ্দিন বাহারের জন্য অস্ত্র আনার দায়িত্বে ছিলেন। বর্তমানে সে নিজেকে এবং শিমুলকে বিএনপির লোক হিসেবে পরিচয় দেয়। তারা অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা এবং চাঁদাবাজিতে জড়িত। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: কুমিল্লায় পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ভিড়

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন