20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কুমিল্লায় রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। নিহতরা হলেন, ফাতেমা বেগম, সানু মিয়া, ফারজানা বেগম ও সাজু মিয়া। তবে নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল ‘চট্টলা এক্সপ্রেস’ নামের ট্রেনটি। বুড়িচংয়ে একটি গ্রামীণ রেলক্রসিং দিয়ে যাত্রীবাহী অটোরিকশাটি রেললাইনে উঠে পড়লেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গ্রামীণ ওই রেলক্রসিংটিতে সিগনাল দেয়ার কোনো কর্মী ছিল না। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়। সাকু।

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
টাঙ্গাইল ও বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জন
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন