১৪/০৬/২০২৫, ১৩:৩৮ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:৩৮ অপরাহ্ণ

কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে আটক

কুমিল্লায় চার কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মোবাইল ডিসপ্লে আটক করেছে কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বুধবার (১৪ মে) সকালে জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা ফকিরবাজার থেকে এসব মালামাল জব্দ করে বিজিবি। দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) এর অধিনায়ক মোঃ জিয়াউর রহমান বিষয়টি জানান।

বিজিবি জানায়,বুধবার সকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা ফকিরবাজার নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় চার কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

৬০ বিজিবির অধিনায়ক মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস্ এ জমা দেওয়া হয়েছে।

পড়ুন : কুমিল্লায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন