কুমিল্লার চান্দিনায় পূর্ব শত্রুতার জের ধরে তানভীর আহমেদ ভূঁইয়া নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তানভীর আহমেদ ভূঁইয়া বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। রাবেয়া নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবী, তাকে ধর্ষণের চেষ্টাকালে তার স্বামী তানভীরকে পিটিয়ে হত্যা করে। কিন্তু নিহতের মা নিলুফা বেগমের অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে অপপচার চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ।