আর কদিন বাদেই ঈদ। শেষ সময়ে তাই কুমিল্লা ও শরীয়তপুরের বিভিন্ন শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতে উপচে পড়া ভীড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতায় সরগরম মার্কেটগুলো। আনন্দঘন পরিবেশে চলছে বিকিকিনি।

কুমিল্লা নগরীর কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, কাপড়িয়াপট্রি, বাদুরতলা, রেইসকোর্সসহ বিভিন্ন জায়গার বিপনী বিতানগুলো টইটুম্বুর। ক্রেতাদের পদচারনায় মুখোর ফুটপাতের দোকানগুলোও। গভির রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
সাধ্য অনুযায়ী কেনাকাটা করছেন ক্রেতারা। বিরামহীন বেচাবিক্রিতে ব্যস্ত দোকানীরা। এবার দেশীয় কাপড়ের পাশাপাশি, মানুষের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে পাকিস্থানী পোশাক।
নিরাপত্তা ও ক্রেতাদের সুবিধা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন ব্যবসায়ী নেতারা।
একই পরিস্থিতি শরীয়তপুরে। শেষ মুহূর্তের বেচাকেনায় জমজমাট ঈদ বাজার। বিভিন্ন মার্কেটে বেড়েছে ক্রেতাদের পদচারণা। তবে গত বছরের চেয়ে এবছর দাম বেশি বলছেন ক্রেতারা।
ঈদ উপলক্ষে মার্কেটগুলো সাজানো হয়েছে বাহারি সাজে। ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে এবার বিক্রি কমেছে। তবে পাকিস্তানি লনের কাপড়, থ্রি পিস ও শাড়ির চাহিদা বেড়েছে।শুধু জামা কাপড়ই নয়, ঈদ উপলক্ষে ঘর সাজানোর তৈজসও কিনছেন অনেকে।
পড়ুন: প্যারিস অলিম্পিক: স্বর্ণ জয়ে চীনকে হটিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া
দেখুন: যুক্তরাষ্ট্র বনাম চীন: বি/শ্ব/যু/দ্ধে/র পূর্বাভাস?
ইম/