১৬/১১/২০২৫, ১৩:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১৩:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় মর্মান্তিক দুর্ঘটনাঃ হানিফ পরিবহনের সেই বাসটি জব্দ।

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনায় উল্টো পথে চলাচল করা হানিফ পরিবহনের একটি বাস জব্দ করেছে পুলিশ। রোববার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকায় মানামা হোটেলের সামনে থেকে বাসটি জব্দ করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার দিন শুক্রবারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাসটি শনাক্ত করা হয়। ফুটেজে স্পষ্ট দেখা যায়, ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭ নম্বরের হানিফ পরিবহনের বাসটি মহাসড়কে উল্টো পথে প্রবেশ করায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান একটি প্রাইভেট কারের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনের প্রাণহানি ঘটে।
ওসি আরও জানান, বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপারকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর তারা বাসটি ফেলে রেখে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দুর্ঘটনায় প্রাণ হারানো চারজন হলেন৷ বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।
প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম। এ সময় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীও আহত হন।
ঘটনার পর নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের বাসের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।
এদিকে, পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরের ইয়াসমিন ট্রাজেডি’র ৩০তম বার্ষিকী আজ

দেখুন: জেলায় জেলায় পদযাত্রা, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন