কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৭৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে আরও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ না থেকে দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তাহলেই ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের অর্জনকে বিদ্যালয় এবং জেলার জন্য গৌরবজনক উল্লেখ করে বক্তারা বলেন, এই সাফল্য তাদেরকে আরও বড় স্বপ্ন পূরণের পথে অনুপ্রাণিত করবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে নিবেদিত থাকার অঙ্গীকার ব্যক্ত করে।
পড়ুন: জয়পুরহাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, ঘাতক স্বামী আটক
দেখুন: জয়পুরহাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, ঘাতক স্বামী আটক
ইম/

