39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

কুয়েট শিক্ষার্থীরা হল ছাড়ছেন

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। 

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে হল ছেড়ে চলে যেতে শুরু করেছেন তারা। এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হল ত্যাগের নির্দেশনা দেয়।

অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, নিরাপত্তার স্বার্থে তারা নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকেই হল ছেড়ে গেছেন এবং বাকিরাও নির্ধারিত সময়ের আগে হল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের পর থেকে কুয়েটে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের পর শিক্ষার্থীরা ভিসি ও প্রো-ভিসির অপসারণসহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভিসির বাসভবনে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম (জরুরি) সিন্ডিকেট সভায় নিরাপত্তার কারণে সব শিক্ষার্থীকে বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হলে থাকার ঘোষণা দেন।

এনএ/

দেখুন: কুয়েট: প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন