১৯/০৭/২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ

কু‌ষ্টিয়ায় অ‌্যাম্বু‌লেন্স-ট্রলির সংঘ‌র্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ার মিরপুরে অ‌্যাম্ব‌ু‌লেন্স ও ইট বোঝায় ইঞ্জিন চা‌লিত ট্রলির সংঘর্ষে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও তিনজন। তা‌দের হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

শনিবার সকাল সাতটার দি‌কে উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সাম‌নে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুব‌কের নাম অনিক (১৯)। তি‌নি মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।স্থানীয়‌দের বরাত দি‌য়ে পু‌লিশ বল‌ছে চাল‌কের সহকারি হ‌লেও অ‌্যাম্বু‌লে‌ন্সটি অ‌নিক চালা‌চ্ছি‌লেন।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পু‌লি‌শের উপ-প‌রিদর্শক(এসআই) নাসির উদ্দিন জানান, সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি অ‌্যাম্বু‌লেন্স ঘটনাস্থ‌লে পৌছালে সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় ট্রলির সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে অ‌্যাম্বু‌লে‌ন্সের সাম‌নের অংশ দুম‌ড়ে মুচ‌ড়ে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন দুই গা‌ড়ি চালক ও সহকারী। তবে অ‌্যাম্বু‌লে‌ন্সে কোন রোগী ছিল না।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, নিহত অনিক অ‌্যাম্বু‌লে‌ন্স চাল‌কের সহকারি ছিলেন। চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। অনিক গাড়ি চালিয়ে মেহেরপুরে যাচ্ছিলো।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ব‌লেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পা‌ঠি‌য়ে‌ছে। সেই সাথে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে।

পড়ুন: কুষ্টিয়ায় তিন মটর শ্রমিককে মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন