১৩/০৬/২০২৫, ১৩:৩২ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:৩২ অপরাহ্ণ

কুষ্টিয়ায় তিন মটর শ্রমিককে মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় তিন মটর শ্রমিককে মারধরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ বুধবার বেলা ১টা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহসড়কের বটতৈল বাইপাস চত্বরে অবস্থান নিয়ে শ্রমিকরা এই অবরোধ শুরু করেন।


এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের চারপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। এর আগে বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের ঘোড়ার ঘাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মটর শ্রমিক শহিদুল, খোয়াজ ও সাবুকে মারধর করে এলাকাবাসী। তাদেরকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে বৃহৎ কর্মসূচীর ডাক দেয়া হবে বলে জানান মটর শ্রমিকরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে শ্রমিকদের সাথে কথা বলছি।

পড়ুন : কুষ্টিয়ায় বিআর‌বি গ্রুপে আবারো শ্রমিক অস‌ন্তোষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন