১৯/০৭/২০২৫, ২:২৩ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:২৩ পূর্বাহ্ণ

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল ৭টায় সদর উপ‌জেলার বি‌ত্তিপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (২৩)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থে‌কে স্নাত‌কোত্তর পরীক্ষা শেষ ক‌রে‌ছি‌লেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচ‌বি‌বি উপ‌জেলায়। রা‌শে‌দু‌লের মৃত‌্যু‌তে শোক প্রকাশ ক‌রে‌ছেন ইবি প্রশাসন।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়,ঈদের ছুটি শেষে সকালে ট্রেন যোগে জয়পুরহাট থেকে কুষ্টিয়া আসেন রাশেদুল ইসলাম।

পরে বটতৈল মোড় থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাওয়ার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি বাসে উঠেন। এসময় বাসটি বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাশেদুল। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানান, রা‌শেদুল বা‌সের ইঞ্জিন কাভারে বসা ছি‌লেন। বাস ও ট্রা‌কের সংঘ‌র্ষের সময় সে ছিট‌কে প‌ড়ে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএম) হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন,মাথায় আঘাত পে‌য়ে‌ছি‌লেন। তাছাড়া রক্তক্ষরণ হ‌চ্ছিল।

কুষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) সৈয়দ আল মামুন ব‌লেন,বাস ও ট্রাক‌টি জব্দ ক‌রে থানা হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে।

পড়ুন: সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন