গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ সোমবার বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে গাজাবাসী। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় শহরের ইসলামিয়া কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর ঘুরে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়। কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে রাজনৈতিক সংগঠন,ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে ছোট ছোট মিছিল নিয়ে তারা কলেজের সামনে জমায়েত হন।

এ সময় তারা বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে “ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম,ভবিষ্যতেও থাকবো। ইসরাইলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে” শ্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে এ নির্মম হত্যায় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামীম উল হাসান অপু বলেন,সবচাইতে ঘৃণিত ইসরাইল আমাদের মুসলমান ভাই,বোন ও শিশুদের নির্বিচারে হত্যা করছে। তারই প্রতিবাদে জাগ্রত হয়েছে।

এখন আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কুষ্টিয়া নাগরিক কমিটির প্রতিনিধি রাসেল পারভেজ বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি কিভাবে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে।
এর প্রতিবাদে বিশ^সহ বাংলাদেশের মানুষও একযোগে রাস্তায় নেমেছে। হরতালের মতো কঠিন কর্মসূচী আমরা দিয়েছি। যদিওবা হরতাল দেওয়ার এখতিয়ার আমাদের ছিল না।
তবুও আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। শোভা নামে এক শিক্ষার্থী বলেন,মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃস্টি হয়েছে। ইসরাইল ন্যাক্কারজনকভাবে যেভাবে মানুষ হত্যা করছে তা রিতিমতো মানবতার চরম লংঘন। রাতুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন,ইতিহাস তাদের ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এরআগে গতকাল রোববার রাতে কুষ্টিয়া শহরে প্রচার মাইকে সকল মুসলমানদের রাজপথে বেরিয়ে আসার আহব্বান জানানো হয়। প্রচারে ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ।
পড়ুন : গাজায় গণহত্যা : বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ
দেখুন : কাতার বিশ্বকাপে ইসরাইলকে হারালো ফিলিস্তিনি!
ইম/