30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

কু‌ষ্টিয়ায় বাসের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার কু‌ষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শ‌নিবার সকাল পৌ‌ণে ৮টার দি‌কে উপজেলার বট‌তৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জেলার কুমারখালী উপ‌জেলার বাগুলাট ইউনিয়‌নের শালঘর মধুয়া গ্রা‌মের বা‌সিন্দা নয়ন ইসলাম (২৫) এবং লা‌গোয়া সদর উপ‌জেলার উজানগ্রাম ইউনিয়‌নের দুর্বাচারা গ্রামের র‌নি ইসলাম(২৬)। তারা এক‌টি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত ছি‌লেন। নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার আর‌দেশ আলী বলেন,’নিহত দুজন শহ‌রতলী‌তে অব‌স্থিত বেসরকারী প্রতিষ্ঠান কিয়াম মেটাল ইন্ড্রা‌স্টিজ লি‌মি‌টে‌ডে কর্মরত ছিলেন।

পাশাপা‌শি গ্রা‌মে বা‌ড়ি হওয়ায় একসা‌থে তিনজন সকা‌লে মটরসাইকেল ক‌রে কর্মস্থ‌লে যা‌চ্ছিল। কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কের বট‌তৈল এলাকায় রং সাইড দি‌য়ে ওভার‌টেক করার সময়

বিপরীত দিক থে‌কে আসা খুলনাগামী গড়াই প‌রিবহ‌নের বা‌সের সা‌থে ধাক্কা লে‌গে পৃষ্ট হয়ে নয়ন ও র‌নি ঘটনাস্থ‌লেই মারা যান। ত‌বে মটরসাইকে‌লের পে‌ছ‌নের সি‌টে থাকা অপর আরোহী মিজানুর রহমান অক্ষত র‌য়ে‌ছেন। কু‌ষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌সৈয়দ আল মামুন ব‌লেন,লাশ উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ধাক্কা দেওয়া বাস‌টির বিষ‌য়ে খোঁজ খবর নেওয়া হ‌চ্ছে।

পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দেখুন: মশলার ঘ্রাণে ঘুরে দাঁড়ানো গ্রাম 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন