সৌদি আরবে আগামী সপ্তাহে কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। আগামী ২৪ মার্চ, সোমবার, পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে, রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কৃষ্ণ সাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে আলোচনা করবেন। একাধিক সূত্র জানায়, এই আলোচনায় দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হবে।
চলতি মাসেই সৌদি আরবের জেদ্দায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইউক্রেন। সেখানে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে একমত হন কিয়েভ এবং মস্কো। এর আগে, রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে একমত হন, যাতে একে অপরের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা হয়।
রুশ পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ নিশ্চিত করেছেন যে, আগামী সোমবার রিয়াদে বৈঠক অনুষ্ঠিত হবে এবং মূলত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হবে। বৈঠকে রাশিয়ার প্রতিনিধিরা হিসেবে থাকবেন গ্রিগরি কারাসিন এবং সের্গেই বেসেদা।

এছাড়া, ২০২২ সালের জুলাইয়ে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের শস্য রফতানি সংক্রান্ত একটি উদ্যোগ গৃহীত হয়েছিল।
তবে এক বছর পর রাশিয়া এই উদ্যোগ থেকে সরে আসে, কারণ তারা দাবি করে, খাদ্য ও সার রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। ১৮ মার্চ ট্রাম্প-পুতিন আলাপে সাগরে সামরিক যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।
বিশ্বব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে সাগর শিপিং সংক্রান্ত কোনো ঝুঁকির কথা বলা হয়নি, তবে এপ্রিলের প্রতিবেদনে রাশিয়া ও ইউক্রেনের শস্য রফতানি চলমান থাকলেও সাগর উদ্যোগের পতনের তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
পরুনঃ গণপরিবহনে নারী সুরক্ষায় চালু হলো HELP অ্যাপ
দেখুনঃ ঢাকা নগর পরিবহন সেবা ব্যর্থ করতে একটি মহল তৎপর
ইম/