কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তখন অন্তর্বর্তী সরকারের ১৩ জন উপদেষ্টাও উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার (৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। শুক্রবার সকাল ১০ টার কিছুক্ষণ পরে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, সকালে ড. মুহাম্মদ ইউনূস হেলিকপ্টারে করে রাজধানীর তেজগাঁও থেকে সাভারে স্মৃতিসৌধে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার দেশ কাঁপানো আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ফলে কার্যত তিন দিন এই দেশ সরকারশূন্য ছিল। ফলে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে ১৬ উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নিয়েছেন।