মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : বাংলার নতুন বছরটা শুভ-অশুভ মিশিয়ে থাকবে। মাঝেমাঝেই কিছু না কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। চাকরির দিকে একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পারিবারিক দিকেও সুখ- শান্তি বিঘ্নিত হতে পারে। প্রেম সম্পর্কে বিচ্ছেদ আসা অসম্ভব নয়। বছরটায় ব্যয় একটু বুঝেশুনে করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে চলতে হবে। অতিরিক্ত বিলাসবহুলে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর-স্বাস্থ্য ভালোই যাবে। জুনের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি মধ্যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে হতে পারে। সেক্ষত্রে ওই সময়টায় সাবধানে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। প্রেসার, সুগার বৃদ্ধিতে শারীরিক কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলাফেরায় সতর্ক থাকতে হবে।

বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : বছরটা মোটের উপর শুভ। চাকরি স্থানে শুভ যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে। ব্যবসায় উন্নতি আসবে। বিভিন্ন সূত্র থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। তাই বছরটা আপনার আয়যোগ খুব ভাল থাকবে। এছাড়া শিক্ষাক্ষেত্রেও ভাল ফল পাওয়ার আশা রাখা যেতে পারে। তবে কাউকে অর্থ ধার দেবেন না, পেতে সমস্যায় পড়তে হবে। ভ্রাতা ভগ্নীর আর্থিক উন্নতি হবে। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে জীবিকাক্ষেত্রে মনোযোগ সহকারে কাজ না করলে অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে। প্রেম-ভালবাসায় সফলতা আসবে। তবে জুনের শেষ থেকে নভেম্বর এর শেষ সপ্তাহের মধ্যে শনি বক্রী হবে, তাই বিশেষ সাবধনতা অবলম্বন করতে হবে। বছরটায় পেটের সমস্যায় ভোগান্তি আছে এবং শরীর নিয়ে একটু সচেতন থাকতে হবে।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): বছরটায় কিছুটা বাধা থাকবে ঠিকই, কিন্তু তা কেটে যাবে। নিজের কাজের প্রতি আরও যত্নশীল হতে হবে। অর্থ বুঝে ব্যয় করতে হবে। কারণ আপনার আর্থিক সমস্যা আসবে। তবে হঠাৎ অর্থলাভেরও যোগ রয়েছে। ব্যবসায়ীদের কর্মপরিসর বৃদ্ধি ও আর্থিক বিনিয়োগ এবং মুনাফা বৃদ্ধি পাবে। অনেকক্ষেত্রে নিজের ভাইবোনদের থেকে সাহায্য পাবেন। শরীর ও মনের উদ্দীপনা বৃদ্ধি পাবে। তবে বছরের মাঝামাঝি সবক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্ক থাকতে হবে। অনেকদিন ধরে যারা ভুগছেন তার কিছুটা সুস্থতা পাবেন।

কেমন যাবে বাংলার নতুন বছর, ১৪৩২ বঙ্গাব্দ
কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : বছরটায় এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে ক্রোধের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে রাগ সংবরণ করতে হবে। তা না হলে প্রেম বা দাম্পত্য সম্পর্কের মধ্যে চির ধরতে পারে। এবছর কর্কট রাশির বিবাহ হওয়ার যোগও রয়েছে। রাগ আপনার কর্মক্ষেত্রে প্রভার ফেলতে পারে। ফলে চাকরির বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। তারপরও যশ, সম্মান, অর্থবিত্ত লাভ হবে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। ভ্রমণে থাকাকালীন অযাচিত দুর্ঘটনা, শারীরিক বিপর্যয় হতে পারে। দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : নতুন বছর বেশ ভাল কাটতে চলেছে। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে এবং দাম্পত্যে মিল থাকবে। আর্থিক দিক ভাল থাকবে। তবে ব্যয় বাড়বে। ফাটকার মাধ্যমে অর্থলাভের সুযোগ মিলবে। ব্যবসায়ীদের পক্ষে বছরের শুরুর সময়টা ভাল যাবে না। পুরনো প্রেম নতুন করে ফিরে আসতে পারে। নতুন বন্ধু তৈরি হবে। তবে বছরের প্রথমে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। ধীরে ধীরে তা কমেও যাবে। গোপন শত্রু বৃদ্ধি পাবে। তবে এই বছরেই সেই শত্রু বশ্যতা স্বীকার করবে। কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভাল থাকবে না। অনিদ্রা, দুশ্চিন্তা নানা সমস্যার তৈরি করবে। উচ্চস্থান থেকে পতনের ভয় আছে।
কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : বছরটা আপনার জন্য ভালমন্দ মিশিয়ে থাকবে। খুব সাবধানে থাকতে হবে, অপবাদের যোগ রয়েছে। চাকরির স্থানে সমস্যা দেখা দিলেও, তার সমাধানও হয়ে যাবে। তবে কর্মের প্রতি বিশেষ ভাবে উদ্যোগী হতে হবে। কর্মস্থানে নতুন সুযোগ আসবে। শত্রুনাশ হবে বা বশ্যতা স্বীকার করবে। অর্থনৈতিক অবস্থা ভাল হবে। এ বছরের মাঝামাঝি সময় থেকে ব্যবসায়ের চাকা ভালভাবেই চলতে থাকবে এবং ব্যবসা বৃদ্ধি পাবে। খুব প্রয়োজন না হলে বছরটায় দূরে বেড়াতে যাওয়া এরিয়ে চলাই ভালো। পারিবারিক দিক মোটামুটি থাকবে। অবিবাহিতের উপযুক্ত পাত্র বা পাত্রী না মেলায় বিবাহে বিলম্ব হবে। নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। সামাজিক ক্ষেত্র শুভ।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : নতুন বছরে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে ঠিকই, কিন্তু সন্তান বা ভ্রাতৃস্থানীয়র প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। আর্থিক উন্নতি হবে, তবে ব্যয় একটু বেশিই হবে। পরিবারের সদস্যদের সুখ-দুঃখে তাদের পাশে আপনি দাঁড়ালেও, তাদের মন জয় করতে পারবেন না। তবে চাকরিতে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে ভাল পরিবেশ থাকায় পদোন্নতির সুযোগ রয়েছে। নারীদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ লাভ হবে। প্রেম ভালবাসার ক্ষেত্রে খুবই সতর্ক না হলে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। শত্রু বশ মানবে। স্নায়ুজনিত রোগে ভুগতে হবে। তাই সতর্ক থাকতে হবে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : বছরটায় পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, তবে তা খুব বড় আকার নেবে না। আর্থিক উন্নতি হবে, এবং সঞ্চয়ও ভাল হবে। কোনও হঠাৎ সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে কাউকে টাকা ধার দিতে যাবেন না। গোলোযোগ বাধবে। ব্যবসায়ে পুরাতন লগ্নী থেকে মুনাফা অর্জন হবে। নতুন অর্থনীতিতে লগ্নী করলেও ফলাফল হবে খুবই লাভজনক। ব্যবসায়ে ভাল প্রসার লাভ হবে। ভাদ্র-আশ্বিন মাসে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। একই সঙ্গে নতুন কর্ম প্রতিষ্ঠানেও কর্মলাভের সুযোগ আসবে। অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে। বছরটায় কোনও রোগ ধরা পড়তে পারে।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : নতুন বছরটায় অপরিচিত বা বাইরের কাউকে খুব একটা ভরসা করতে যাবেন না। এমনকী দূর সম্পর্কে আত্মীয়র ক্ষেত্রেও ভরসা করতে যাবেন না। আত্মীয়র পারিবারিক বিষয় নিয়ে মতান্তরের ফলে অসন্তোষনজক পরিস্থিতি হতে পারে। যার ফলে মানসিক অবস্থার অবনতি হতে পারে। নিজের পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্য হতে পারে। দাম্পত্যকলহ সৃষ্টি হলে তাড়াতাড়ি মিটিয়ে নিন। প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন। নতুন বন্ধু বা বান্ধবী প্রেম সম্পর্কে বাধা হয়ে দাড়াতে পারে। বছরের মাঝামাঝি থেকে শেষের মধ্যে শনি বক্রীর জন্য ব্যবসায়ের ফল আশানুরূপ হবে না। কর্মক্ষেত্রে খুবই সতর্কতার সঙ্গে কাজকর্ম সম্পাদন করতে হবে। শত্রুপক্ষ অপদস্থ করার চেষ্টা করবে। কিন্তু সফল হবে না। নতুন প্রতিষ্ঠানে কর্মলাভ বা কর্মক্ষেত্রে আর্থিক সুবিধা সহ পদোন্নতি হবে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : বছরটায় পারিবারিক ক্ষেত্রে সমস্যা থাকলেও, প্রবল হবে না। তবে কোনও বিষয়ে মাথা গরম করা চলবে না। যদি নতুন কোনও ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তা হলে সেই সিদ্ধান্ত বাতিল করাই ভাল হবে, এই বছরে। তবে পুরানো ব্যবসায়ে সাময়িক সমস্যার জট কাটিয়ে উঠতে পারলে ব্যবসায়ে উন্নতি করতে পারবেন। প্রচুর মুনাফাসহ কাজের প্রসার বৃদ্ধি হবে। চাকরির স্থানে সমস্যা থাকলেও তা কেটে যাবে। তবে কোনও পরিস্থিতেই মনে বিষাদ ভাব আসতে পারে। আশাতীত রোজগার হবে। নতুন সুযোগ আসবে। কর্মক্ষেত্র সূত্রে ছোটখাটো অনেক ভ্রমণেরে সুযোগ আসবে। আর্থিক উন্নতিও হবে। বিদেশের সঙ্গে সংযোগ বৃদ্ধি পাবে। সামান্য পেটের গোলমাল ছাড়া শরীর ভালই থাকবে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : নতুন বছরটা এই রাশির জাতক-জাতিকাদের খুব সহায়ক হবে, তা নয়। তবে শুভ যোগ বিদ্বমান। কর্মক্ষেত্রে পদোন্নতিসহ অনেক সুযোগ সুবিধা লাভ করবেন। কর্মজীবি নারীদের জনপ্রিয়তা লাভের সুযোগ ঘটবে। সামাজিক কাজে নারীদের অগ্রণী ভূমিকা লাভ হবে। প্রেম প্রীতির ব্যপারে সাবধানতা নেওয়া দরকার। নতুন বছরের শুরু থেকেই নতুন পরিকল্পনা নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করলে অতিরিক্ত মুনাফাসহ সফলতা আসবে। তারপরও ব্যবসায়ে খুব সতর্কতার সঙ্গে কাজ করা প্রয়োজন। জীবনে সুখ থাকলেও, কিছু কিছু সময়ে নিজেকে একা লাগবে। ঘরে বাইরে কোথাও বেশি প্রতিবাদ করতে যাবেন না, সমস্যা আসতে পারে। হঠাৎ আঘাত লাগতে পারে। চলাফেরায় সাবধান থাকতে হবে। গুপ্ত শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও নতুন বছরে অদ্ভুত গ্রহ সংযোগে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সমস্ত দিক থেকে শুভ ফললাভ হবে। শত্রু বশ্যতা স্বীকার করবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : এই নতুন বছরে কোনও সিদ্ধান্ত হটকারীতায় নেবেন না, বিপদ আসতে পারে। সাংসারিক ক্ষেত্রেও মতবিরোধ বাড়বে, কিন্তু বন্ধু ভাগ্য ভাল থাকবে। কর্মজনিত যশ লাভ হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বদলির সম্ভাবনা রয়েছে। তারপরও কর্মক্ষেত্রে অনিশ্চয়তা বৃদ্ধি পেতে পারে। নারীদের সাবধানে ও ধৈর্য্য সহকারে পারিবারিক ও কর্মস্থানে কাজ সম্পাদন করা খুবই প্রয়োজন। সঞ্চয় খুব কম হতে পারে। আর্থিক সমস্যা বাড়তে পারে। যে কোনও কাজ খুব সতর্ক থেকে করতে হবে, না হলে বদনাম আসতে পারে। ব্যবসায়ে টালমাটাল অবস্থা চললেও নতুন বছরে ব্যবসায় শ্রীবৃদ্ধি, প্রসার ও আর্থিক লেনদেন বৃদ্ধি পাবে। অবিবাহিতের বিবাহকার্য্য সিদ্ধ হবে। প্রেমের ক্ষেত্রে বছরটা শুভ। শরীরের নিচের অংশে আঘাত লাগতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্যর কারণে ব্যয় হবে।