ঢাকার কেরানীগঞ্জের চরাইল এলাকায়, একটি তিনতলা ভবন পাশের ডোবায় ধসে পড়েছে। ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাতজনকে।
সকালে হঠাৎ করেই ভবনটি কাত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই, উল্টে পড়ে পাশের ডোবায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। ভবনটির নকশা দুই তলার।
কিন্তু, ওপরে টিনের ছাউনি দিয়ে তৃতীয় তলা নির্মাণ করা হয়। ধসের পর, বাড়িটির পাশের চারটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
শিমু/ফই
Leave a Reply