39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

আজ বাফুফে নির্বাচন

কে হবেন সালাউদ্দিনের উত্তরসূরি

বাংলাদেশের ফুটবল পেতে যাচ্ছে নতুন সভাপতি। অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিনের যুগের। টানা ১৬ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ছিলেন সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন। কিন্তু এবার তিনি নির্বাচনেই দাঁড়াননি।

আজ শনিবার (২৬ অক্টোবর) ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন।

এই নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্বের হাতে উঠবে বাংলাদেশের ফুটবল। এবার নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের প্রার্থী ২ জন, ৪ সহসভাপতি পদের প্রার্থী ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করছেন ৩৭ জন।

এই নির্বাচনের মাধ্যমে দেশের ফুটবল খুঁজে নেবে সালাউদ্দিনের উত্তরসূরিকে। বাফুফের সভাপতি পদের জন্য লড়াইয়ে আছেন তাবিথ আউয়াল ও মিজানুর রহমান চৌধুরী। তাবিথ সাবেক ফুটবলার, যিনি সালাউদ্দিনের সময় একাধিকবার বাফুফের সহসভাপতি ছিলেন। মিজানুর রহমান দিনাজপুর জেলার ফুটবল সংগঠক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন