০৮/০৭/২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ

কোটায় নয়, নারীরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদে যেতে পারে : ডা. জাহেদুল ইসলাম

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেছেন, ‘নারীদেরকে অবশ্যই নেতৃত্ব স্থানীয় জায়গায় নিয়ে যেতে হবে। নারীদেরকে শুধুমাত্র সংসদে কোটা দিয়ে নিয়ে যাওয়া যাবে না। নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে করতে পারে।’

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় নেত্রকোনা পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় যুবশক্তির ১নং যুগ্ম-আহবায়ক প্রীতম সোহাগের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের নারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। মা-বোনরা তাদের ছেলেকে পাঠিয়েছেন আন্দোলনে। আমাদের নারীদের ক্ষমতায়ন দরকার, তাদেরকে আমাদের জায়গা করে দিতে হবে। আমরা মনে করি, নারীরা যোগ্যতার বলে সংসদে যেতে চাই এবং পারবে। সে লক্ষ্যে যুবশক্তি কাজ করে যাবে।’

আব্দুল গাফফারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবে শহীদ আলী হোসেনের ভাই আবু বক্কর, জাতীয় নাগরিক কমিটি নেত্রকোনা প্রতিনিধি রফিকুল ইসলাম শুভ, ময়মনসিংহের প্রতিনিধি মাহমুদুল সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনার যুগ্ম-আহবায়ক মিনহাজ সোহেলসহ আরো অনেকে।

এ সময় যুবশক্তির নেত্রকোনার জেলা ও উপজেলা সমূহের সংগঠকবৃন্দরা গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনা করেন এবং একটি ফলপ্রসূ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন : নেত্রকোনার দুর্গাপুরে ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন