সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল দেশ। আজো বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বিকেলে শাহবাগে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। আগামীকাল থেকে দেশের সব সড়ক মহাসড়ক অবরোধের কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ আবারও আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে কোটা আন্দোলনে যোগ দেন তারা।
বেলা আড়াইটায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি-বকশিবাজার-বুয়েট-ইডেন কলেজ-হোম ইকোনমিকস-নীলক্ষেত-টিএসসি হয়ে বিকেল ৫টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ফার্মগেট-শাহবাগ, শাহবাগ-পল্টন-মগবাজার রোড, শাহবাগ-সায়েন্সল্যাব রোড এবং শাহবাগ- বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি আদায়ের আগ পর্যন্ত এই আন্দোলন চলবেই।
পরে শাহবাগ মোরে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ও চার দফা দাবি বাস্তবায়নে রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এছাড়া, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।