১৫/১১/২০২৫, ২১:১২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কোটালীপাড়ায় ছাত্রদলের দুই কমিটিতে মাদক মামলার আসামী ও ছাত্রলীগের নেতারা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য গঠিত ছাত্রদলের দুই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে কোটালীপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে মাদক মামলার আসামী ও কোটালীপাড়া আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে দুই ছাত্রলীগের নেতাদের। কমিটি ঘোষণার পর কোটালীপাড়া উপজেলার সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিতরা।

গত ১২ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রায়হান ইসলাম কে ( তপু দাড়িয়া)আহবায়ক ও হাসান জামিল ( বাঁধন নিজামী) কে সদস্য সচিব করে কোটালীপাড়া পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয় অন্যদিকে একইদিন জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবির হাসানকে সভাপতি ও রাসেল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কোটালীপাড়া আদর্শ কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

পদবঞ্চিত বেশ কয়েকজন ছাত্রদলের নেতা জানান, ২০১৯ সালে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ আটক হয়েছিলেন সদ্য গঠিত কোটালীপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব রায়হান ইসলাম ও হাসান জামিল অন্যদিকে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক আবির হাসান ও রাসেল হাওলাদার ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। এর মধ্যে আবির হাসান কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সদস্য পদ থেকে বহিস্কৃত নেতা। আর রাসেল হাওলাদার ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্রলীগ নিয়ে একাধিক পোস্ট রয়েছে। এমন কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ইয়াসিন শেখ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি কোটালীপাড়া থেকে ছাত্রদলের সাংগঠনিক সকল প্রোগ্রামে অংশ নিয়েছি। ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। মামলায় বাড়িতে ঠিকমত ঘুমাতে পারি নাই। এখন ছাত্রলীগের নেতাকর্মী ও মাদক মামলার আসামীদের নিয়ে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ ও কোটালীপাড়া পৌর কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের মত ত্যাগীদের অবমুল্যয়ন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, রাসেল হাওলাদার ও আবির হাসানের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা আমরা পাই নাই। তারা দুজনেই হাসিনা সরকারের পতনের আগে থেকে আমাদের সকল প্রোগ্রামে অংশ নিয়েছে। আর সবকিছু যাচাই বাছাই করেই আমরা কমিটি দিয়েছি। আর পৌর ছাত্রদল আহবায়ক ও সদস্য সচিব রায়হান ইসলাম ও হাসান জামিল বিগত সরকারের আমলে ষড়যন্ত্রের মাধ্যমে মামলার শিকার হয়েছে। তারা ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিল বলে তৎকালীন সময় তাদের ষড়যন্ত্র করে মাদক দিয়ে মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

পড়ুন : কোটালীপাড়ায় গাঁজাসহ নারী গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন