১৫/১১/২০২৫, ২১:০২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কোটালীপাড়ায় সাংবাদিকের উপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের উপর হামলা অভিযোগ উঠেছে উপজেলা যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। হামলায় মারাত্মক আহত হয়েছেন সাংবাদিক জুয়েল।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলার সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিক কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের উপর ক্ষিপ্ত ছিলেন উপজেলা যুবদল – ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীরা। সন্ধ্যায় তিনি পেশাগত কাজে তিনি উপজেলা চত্ত্বরে যান। এসময় উপজেলা কমপ্লেক্সের পাশে শিল্পকলার সামনে পৌঁছালে যুবদলের সদস্য সচিব মান্নান শেখের নির্দেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা ও যুবদল কর্মী বায়জিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।পরে কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ কয়েকজন এগিয়ে এসে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় সাংবাদিক জুয়েলকে।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবং সাংবাদিক জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তার ভাইয়ের সাথে কথা হয়েছে। বিস্তারিত জেনেছি। জুয়েলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কোটালীপাড়ায় দায়িত্বরত চিকিৎসকের উপর হামলা, যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন