কোটা সংস্কার আন্দোলনের জেরে যাত্রী চাপ বেড়েছে মেট্রোরেলে। প্রায় সব স্টেশনে গেল কয়েকদিন দেখা যায় বাড়তি ভীড়। টিকিট কাউন্টার ও প্লাটফর্মগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।
শিক্ষার্থীদের কোটা আন্দোলনে উত্তাল রাজপথ। সড়ক বন্ধ থাকায় নিরুপায় হয়ে হেঁটেই গন্তব্যে ফিরছে কেউ, আবার কেউ ঘন্টার পর ঘন্টা বসে জ্যামে।
সড়ক অবরোধের কারণে গেল কয়েকদিন মেট্রো রেলে অতিরিক্ত যাত্রীর চাপ পড়েছে। প্রায় প্রতিটি স্টেশনে স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী দেখা যায়। এতে বিপাকে অফিসগামী যাত্রীরা। তাদের দাবি, দ্রুতই সমাধান করা হোক কোটা আন্দোলনের।
এদিকে, আগের চেয়ে টিকিট বিক্রির সংখ্যা বেড়েছে কয়েকগুণ। তাই যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে, মেট্রো রেল কর্তৃপক্ষের।
অফিসগামী যাত্রীসহ জরুরি কাজে যাদের প্রতিদিন বিভিন্ন গন্তব্যে বের হচ্ছেন,তারা পড়ছেন বিপাকে। তাই যাত্রীদের চাওয়া, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে বিষয়টি দ্রুত সমাধান করা হোক।