বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছে ভারতের ছাত্র সংগঠন- অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন।
কলকাতায় পুলিশের বাধা উপেক্ষা করে সংহতি মিছিল করেছে সংগঠনটি। এর সদস্যরা প্রথমে কলকাতার পার্ক সার্কাসের কাছে একটি কলেজের সামনে জমায়েত হন। সেখান থেকে সংহতি মিছিল করে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে যাওয়ার চেষ্টা করলে, তাদের আটকে দেয় পুলিশ। এতে দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এরপর সেখানেই পথসভা করেন সংগঠনের সদস্যরা।