কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে অশান্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন। জেলায় জেলায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বেশ কিছু স্থানে রেল ও সড়ক পথ অবরোধ করা হয়। যানবাহন চলাচলে ঘটে বিঘ্ন।
কোটাবিরোধী বিক্ষোভে সরব দেশের বিশ্ববিদ্যালয়গুলি। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের যানজট সৃষ্টি হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বই পুড়িয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দুপুরে মিছিল মিছিল করে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই বলছেন, পুরো বাতিল না হলেও পদ্ধতি সংস্কার হোক, সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য দূর করা হোক।