১৪/০৭/২০২৫, ১৮:১৯ অপরাহ্ণ
25.7 C
Dhaka
১৪/০৭/২০২৫, ১৮:১৯ অপরাহ্ণ

কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে আন্দোলন করেছেন, টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে তারা এ কর্মসুচি পালন করেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কখনোই সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন