২০/০৭/২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ণ
27.3 C
Dhaka
২০/০৭/২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ণ

কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় অবরোধ-বিক্ষোভ

কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় সড়ক আটকে রাখায় দেখা দেয় তীব্র যানজট। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও, বৈষম্যমূলক এ পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত, আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে, টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে তারা এ কর্মসুচি পালন করে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়ে যাত্রী ও চালকরা।

পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

একই দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে দুপুরে জড়ো হয় নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউন হল মাঠে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সোনাপুর-সুবর্ণচর সড়ক আটকে রাখলে সৃষ্টি হয় তীব্র যানজট।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন