28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

কোটা সংস্কার আন্দোলনে ৬ জনের প্রাণহানিতে উত্তাল দেশ

কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা পরিস্থিতিতে জটিল করেছে, বাড়িয়েছে সংকট। একের পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের। বন্ধ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। স্থগিত হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষাও।

গতকাল উত্তাল একটা দিন পার করেছে বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে, দেশজুড়েই অস্থির পরিস্থিতি। আন্দোলন দমনে রাজনৈতিক ও সরকারি বল প্রয়োগ পরিস্থিতিতে করেছে জটিল।

ঢাকাসহ জেলায় জেলায় সংঘর্ষ আর ধাওয়া-পাল্টা ধাওয়া। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংর্ঘষ হয় গতকাল। তিন পক্ষের সংঘাতে ঢাকায় ২, চট্টগ্রামে ৩ ও রংপুরে প্রাণ গেছে অন্তত ১ জনের। আহত দুইশোর বেশি মানুষ।

দেশের সব শিক্ষাঙ্গনই এখন থমথমে। এমন অবস্থায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা পেয়ে, একের পর বিশ্ববিদ্যায়লসহ বন্ধ ঘোষণা হয়েছে। শিক্ষার্থীদের দেয়া হয়েছে হল ছাড়ার নির্দেশ।

স্কুল-কলেজেও অনির্দিষ্টকালের ছুটি। স্থগিত হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি-সমমান পরীক্ষা। আর দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ও ছুটিতে রাখতে বলা হয়েছে।

আন্দোলন মোকাবিলায় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার পাশাপাশি, মোতায়েন হয়েছে বিজিবি। সক্রিয় রয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও।

ছাত্রলীগের অনেক কর্মীও যুক্ত আছেন কোটা আন্দোলনে। তাছাড়া হলগুলোতে আন্দোলকারীরা একট্টা থাকায়, কিছুটা চাপে ছাত্র সংগঠনটির কর্মীরা। ক্ষমতাসীন দলও রয়েছে চাপে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন