21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

জাহাঙ্গীরনগরে পোষ্য কোটা বাতিল ঘোষণা

দিনভর নাটকীয়তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটা বাতিল হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টায় এক জরুরি সভা শেষে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। তবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তাসহ কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য একটি কমিটি গঠনের কথাও জানান তিনি।  

পোষ্য কোটা বাতিলের ঘোষণাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে কথা বলছেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। ৪ জানুয়ারি দিবাগত রাত সোয়া বারোটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০২৫ ছবি: নাগরিক টিভি

এর আগে, পোষ্য কোটা বন্ধের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এরই প্রেক্ষিতে কোটা বহালের দাবিতে, সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করে কর্মকর্তা-কর্মচারীরা। পরে বেলা ২ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করে বিভিন্ন হল প্রদক্ষিণ করে। পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

অন্যদিকে, কোটা বহালের দাবিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে, জরুরি সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ আলোচনা শেষে রাত সোয়া ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ কোটা বাতিলের ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট অংশীজনের সাথে আমরা জরুরি আলোচনায় বসি। পরে, পোষ্য কোটার বিষয়টি বিবেচনার দায়িত্ব কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ওপর দেয়। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায়, পোষ্য কোটা বাতিল করা হয়েছে।

এসএম/

দেখুন: সবচেয়ে বড় কোটা হচ্ছে চোর কোটা: ব্যারিস্টার সুমন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন