ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভ‘র উপর হামলা করে হামাসের কাসসাম ব্রিগেডের সেনারা। এ হামলা থেকে কোনোমতে নিজের প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন ইসরায়েলি সেনাপ্রধান।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করে যাচ্ছে গাজার স্বাধীনতাকামী সামরিক সংগঠন আল কাসসাম ব্রিগেড। কয়েক দিন আগেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে নিহত হয়েছেন আল কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা ও হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। তারপরই যুদ্ধ আরও জোরদার করার ঘোষণা দেয় বাহিনীটি।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের একটি এলাকায় হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন জেনারেল হালেভি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড গাজার উত্তরে একটি বাড়িতে হামলা চালায়। যেখানে হালেভির উপস্থিত থাকার কথা জানা গিয়েছিল। তবে হামলার সময় ওই বাড়ি থেকে নিরাপদে চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান ইসরায়েলি সেনাপ্রধান।