27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

কোনো কোনো বড় দল সংবিধান পরিবর্তন করতে চায় না : সারোয়ার তুষার

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ৭২-এর সংবিধান বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা অতি জরুরি হয়ে পড়েছে; নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক করা গেলে সংসদে কোনো এক দলের প্রভাব থাকবে না। এমপি-মন্ত্রীরা জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলতে বাধ্য হবেন। দেশে দুর্নীতি কমে যাবে, রাজনীতিতে স্বচ্ছতা ফিরে আসবে। তাই গোষ্ঠীস্বার্থে নিমজ্জিত কোনো কোনো দল সংবিধান পরিবর্তন হোক তা চায় না।

সকল রাজনৈতিক দল, মত ও সমাজের সুধীজনদের সম্মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নরসিংদী জেলা শাখার আয়োজনে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৮ মার্চ) নরসিংদী আইজীবীর সমিতির হলরুলে আয়োজিত অনুষ্ঠানে এনসিপি’র উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এনসিপির নরসিংদীর সংগঠক আওলাদ হোসেন জনি।

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মুসলেহুদ্দিন, নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশীদ, বাংলাদেশ ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আশরাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশ নরসিংদীর সভাপতি মাওলানা আবদুন নুর, সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধি লিংকন দত্ত, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক মিতু আক্তার প্রমুখ।

পড়ুন : নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

1 COMMENT

  1. আগে দরকার সংবিধান সংশোধন।গনতন্ত্রের দরকার সংবিধান সংস্করণ।কোনো দল গত বছর,তাদের অবস্থান এই দিনে কি ছিল?তাদের রাজনৈতিক অবস্থা মানুষ ভালভাবে বুঝতে পারছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন