কোপা আমেরিকায় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে। অন্যদিকে, আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
পুরো ম্যাচে বুক চিতিয়ে লড়াই করা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। ম্যাচের ৬৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে ফ্রি-কিক থেকে বাড়ানো বলে রোনাল্ড আরাউজোর হেড ম্যাট টার্নার রুখে দিলেও রিবাউন্ডে গোল করেন মাতিয়াস অলিভেরা। বাকি সময়ে আর গোল না হওয়ায়, শেষ আটের টিকিট কাটে উরুগুয়ে।
এদিকে, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে, আগামীকাল সকাল ৭টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কলম্বিয়ানদের সামনে, বড় পরীক্ষাই দিতে হচ্ছে সেলেসাওদের।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার জয়ের পাল্লাই ভারি। সর্বশেষ ৬ দেখায় মাত্র দুটি ম্যাচে ব্রাজিল জয়ের দেখা পেয়েছে। তার পরেও সেলেসাওদের বিপক্ষে নিজেদের ফেভারিট মনে করছেন না কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো। দলটা ব্রাজিল বলেই এমন মন্তব্য তার, ‘ব্রাজিলের বিপক্ষে হলে কেউ ফেভারিট হতে পারে না। কারণ ব্রাজিলের সমৃদ্ধ ইতিহাস।