কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির খেলা অনিশ্চিত। তাকে ছাড়াই, ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে হতে পারে আর্জেন্টিনাকে।
ম্যাচটি শুরু হবে আগামীকাল (৫ জুলাই) সকাল ৭টায়।
গ্রুপ পর্বে চিলির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলার সময় ডান ঊরুতে চোট পান মেসি। এরপর থেকে অনুশীলনের বাইরে ছিলেন তিনি, খেলেননি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। গত মঙ্গলবার দলীয় অনুশীলনে যোগ দেন ফুটবলের এই মহাতারকা।
মেসি না খেললেও শেষ আটে উঠতে তেমন বেগ পেতে হয়নি আর্জেন্টাইনদের। তবে, কোয়ার্টার ফাইনালে মেসিকে দলে রাখতে চান কোচ স্কালোনি। পুরোপুরি সেরে না উঠলেও, অনুশীলনে অংশ নিচ্ছেন দলীয় অধিনায়ক।
স্কালোনি বলেন, “আমরা চেষ্টা করব তাকে খেলানোর, যদি খেলতে না পারে তাহলে দলের জন্য সেরাটা বের করার চেষ্টা করব। আজ তার সাথে কথা বলব। আমার মনে হয়, এটা ন্যায্য যে সে তার সময় নিক এবং যতটা পারে অনুশীলন করুক।”