কোরবানির ঈদকে সামনে রেখে দা-বটি-ছুরি-চাপাতি তৈরিতে ব্যস্ত কামাররা। সিলেটের কাঙ্গালি বাজারে কোরবানির এসব সরঞ্জাম কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। নওগাঁর কামারপল্লীগুলোও দিনরাত টুংটাং শব্দ আর কয়লার গন্ধে এখন মুখরিত।
সিলেটের সুরমা নদীর তীরে কাঙ্গালি বাজার। এখানে আছেন বেশ কয়েকজন ভালো কামার। ঈদ উপলক্ষে এখন ব্যস্ত সময় পার করছেন তারা।
দোকানগুলো সাজিয়ে রাখা হয়েছে বটি, দা, চাপাতি ও ছোট-বড় নানান সাইজের ছুরি। ক্রেতারা চাপাতির সঙ্গে ছোট ছুরি কিনছেন পশুর চামড়া ছাড়ানোর জন্য।
দিনরাত ব্যস্ততা নওগাঁর কামারপল্লিগুলোতে। টুংটাং শব্দ আর কয়লার গন্ধে মুখরিত চারপাশ। কামাররা জানান, সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি আসলে বাড়ে চাহিদা। তাই এই সময়ে দম ফেলার ফুরসত পান না কারিগররা।
লোহালক্করের দাম বৃদ্ধির পাশাপাশি চাইনিজ পণ্যের আধিপত্যের কারণে চাপে আছেন দেশীয় কামাররা।
নতুন দা-বটি তৈরির পাশাপাশি ব্যবস্ততা বেড়েছে পুরনো সরঞ্জাম ধার দেয়ার কাজেও।