কোরবানির ঈদ আসার লক্ষণ দেখা যাচ্ছে বাজারে। নিয়ম মেনেই বাড়ছে আদা, রসুন, পেঁয়াজসহ সব মসলার দাম। বৃষ্টির অজুহাতে আলু-সবজির দরেও অস্বস্তি। কাঁচা মরিচ কেজিতে ৮০ টাকা বেড়ে আড়াইশো ছুঁইছুঁই। বিক্রেতারা আঙুল তুলছেন আড়তদারের দিকে। আর দুই পক্ষে যাতাকলে পিষ্ট ক্রেতারা।
কোরবানির ঈদ ঘিরে বাড়তি মুনফার ভূত চেপেছে মসলার বাজারে। আদা কেজিতে ২৬০ থেকে ২৮০ টাকা, রসূন বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। আর অন্য সব মসলার দাম ৩শ থেকে সাড়ে ৩শ টাকা বাড়তি।
স্বস্তি নেই আলু, পেঁয়াজের বাজারেও। মোটা চালের থেকেও আলুর দাম বেশি। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। সুখবর নেই পেঁয়াজের দরেও।১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।
পেঁপের দাম কিছুটা কমলেও ৮০ টাকা কমে মিলছে না বেগুন। উর্ধ্বমুখী টমেটো, শসা, পটলসহ অধিকাংশ সবজির দর। আর মাস খানেক আগে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন আড়াইশোর ঘরে।
সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে বেশির ভাগ মাছের দাম। সাথে আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও সব ধরণে আমিষ।