২০/০৬/২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ

কোরবানির হাটে গিয়ে হারিয়ে যান মেহজাবীন, জানালেন নিজেই

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তাছাড়া যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন তিনি। বিয়ের পর এত এত সুখবর পেয়ে মেহজাবীন বেশ আনন্দিত। এবার জানালেন কোরবানি ঈদে শৈশবের অভিজ্ঞতা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ছোটবেলার সেই স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী। জানান, লুকিয়ে লুকিয়ে হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন তিনি।


মেহজাবীন বলেন, ‘ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কোরবানি উপলক্ষ্যে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে আমার। বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম।’

এরপর তিনি বলেন, ‘ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেলি। ভয়ে হাটে বসে কি কান্না।’


অভিনেত্রীর ভাষায়, ‘একসময় ভাইদের খুঁজেও পাই। এসব স্মৃতি মনে পড়লে একা একাই এখন হাসি, আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। যা এখন আর পাই না। সেই আনন্দ আর নেই।’


সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। শুধু তাই নয়, সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

এদিন মঞ্চে উঠে জোড়া পুরস্কার হাতে পেয়ে স্বামীকে মিস করেছেন অভিনেত্রী। কারণ; নির্মাতা আদনান আল রাজীব ছিলেন নিজের সিনেমা ‘আলী’র প্রদর্শনী নিয়ে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে।


স্বামীকে মিস করলেও পুরস্কার হাতে নিয়ে মেহজাবীন বলেছিলেন, বিয়ের পর তার ভাগ্য খুলে গেছে। 

পড়ুন: রায়পুরায় বিএনপি ঐক্যের সাথে কাজ করে আজ শক্তিশালী : ইঞ্জিনিয়ার বকুল

দেখুন: অনলাইনে কোরবানির হাট |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন