কোরবানির চামড়ায় সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে চায় সরকার। এবার বাড়বে কুরবানির চামড়ার দাম, বৃহস্পতিবার হবে দর নির্ধারণ, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আর প্রাণিসম্পদ উপদেষ্টা জানিয়েছেন পশু মোটাতাজায় ক্ষতিকর জিনিস ব্যবহার বন্ধের উদ্যোগের কথা।
বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা।
সভা শেষে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বাণিজ্য উপদেষ্টা জানান গেলো বছরের চেয়ে এবছর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। আগামীকাল মুল্য চূড়ান্ত করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, চামড়ার মজুত এবং ব্যবস্থাপনায় যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।
চামড়া সঠিকভাবে সংরক্ষণে এবার সরকার মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৩০ হাজার টন লবন সরবরাহ করবে। চামড়া পাচার বন্ধে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।
এসময় প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন কোরবানির পশু পরিবহনে যেনো অসুবিধা না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। জানান, কোন ধরনের ক্ষতিকর জিনিস ব্যবহার করে যেন হৃস্টপুস্ট না করা হয় সেটিও নজরে আছে।
ঈদুল ফিতরের মতই ঈদুল আজহাও যেন সুষ্ঠুভাবে হয় সেই নির্দেশনাই প্রধান উপদেষ্টা দিয়েছেন বলে জানান প্রাণি সম্পদ উপদেষ্টা।
এনএ/