32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ক্যাটরিনার স্নান দেখে যুবকদের উচ্ছ্বাস, নানা সমালোচনা!

পরিবার নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পুণ্য অর্জনের আশায় দিয়েছিলেন ডুবও। তার সেই স্নানের দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল; যার নেপথ্যে দুই যুবক। আর ভিডিওটি সামনে আসতেও মেনে নিতে পারেননি নেটিজেনরা, সমালোচনা করছেন তারকারাও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, এক ঊর্ধ্বাঙ্গ অনাবৃত যুবক ক্যামেরা চালু করে বলছেন, ‘এটি আমি, পাশে আমার ভাই। আর ওই যে ক্যাটরিনা কাইফ স্নান করছে।’ এরপর ক্যামেরা ঘোরাতেই দেখা যায় মহাকুম্ভে ডুব দিচ্ছেন ক্যাটরিনা।

শুধু তাই নয়, স্বাভাবিকভাবেই ক্যাটরিনার শরীর ভেজা।

সেই অবস্থাতেই তাকে কার্যত ঘিরে ধরেছে ফটোশিকারিরা। শুধু ওই দুই যুবক নয়, দেখা গেছে আরও অনেকেরই মোবাইল তাক করা ক্যাটরিনার দিকে; রীতিমতো কুৎসিত উচ্ছ্বাসে লিপ্ত হন তারা এ সময়।

এমনই এক ভিডিও দেখে অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের বক্তব্য, ‘ভীষণ বিরক্তিকর। এই সব মানুষেরা সব সুন্দর মুহূর্তগুলো শেষ করে দেয়।’

উল্লেখ্য, মহাকুম্ভে তারকাদের স্নানের জন্য ব্যবস্থা করা হয়েছিল আলাদা ভিআইপি স্পট। নিরাপত্তারক্ষীও মজুত করা হয়েছিল। তা সত্ত্বেও ভাইরাল হয়েছে তাদের স্নানের ছবি। ঠিক যেমন এর শিকার ক্যাটরিনা কাইফও।

পড়ুনঃ কেন ক্যাটরিনাকে ভয় পান ভিকি? |

দেখুনঃ “বিদ্যা বালান: নাক-মুখ, কণ্ঠস্বর এক, তারপর ‘এ আমি নই সে আমি’ কেন?”

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন