27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ক্যানসার নিয়েও আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছেন হিনা!

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত বছরের ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। জানা যায়, স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা। ইতোমধ্যে চলছে তার চিকিৎসা।

ক্যানসার নিরাময় পেতে কেমোথেরাপি চলছে। এতকিছুর মাঝেও থেমে নেই তিনি। কখনও হেঁটেছেন মার্জার সরণি ধরে, কখনও আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে। পাশাপাশি এখন নিজের ধর্ম পালনে ব্যস্ত এই নায়িকা। নিয়ম মেনে রোজা পালন করছেন হিনা। 

সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে হিনা লিখেছেন, রমজান মুবারক। আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরী টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।

ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত।

ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত।

পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা। নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন অভিনেত্রী। টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

ইনস্টা হ্যান্ডেলে জিমে গিয়ে শরীরচর্চার একটি ছবিও শেয়ার করেছিলেন হিনা। উপোস করে রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা।

ছবি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করিছ। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন…তোমরা সবাই কেমন আছ?

কঠিন অস্ত্রোপচারের পর হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না হিনার। সেই পথ অতিক্রম করা মোটেই সহজ ছিল না। জিমে ওয়ার্কআউট সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, এটা বজায় রাখা খুব কঠিন ছিল। বিশেষ করে কঠিন অস্ত্রোপচারের পর। তবুও আমি হাল ছাড়িনি।

পড়ুন : কম বয়সীদের ক্যানসার হওয়ার প্রবণতা ৮০ শতাংশ বেড়েছে!

দেখুন : দাঁতের ক্যান্সার হওয়ার কারণ কী?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন