উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ফেলা বর্জ্যে নষ্ট হচ্ছে আশপাশের ফসলি জমি। এতে প্রতি বছর জীবিকা হারাচ্ছেন স্থানীয় কৃষকরা। গত দুইদিনে অল্প বৃষ্টিতেই নষ্ট হয়েছে প্রায় ২০ একরের বেশী জমির ধান। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সমধান মিলছে না।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেলা বর্জ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষি। চলতি মৌসুমের শুরুতে অল্প বৃষ্টিতে ভেসে আসা বর্জ্যে পাকা ধান নষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যা সমাধানে নেই কোনো কার্যকর পদক্ষেপ।
কালবৈশাখী ঝড়ের আগেই ঘরে ধান তুলতে না পারায়, বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। অল্প বৃষ্টিতেই রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে তলিয়েছে প্রায় ২০ একর জমির পাকা ধান। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, সাত বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হলেও সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। বিভিন্ন দপ্তরে জানালেও মেলেনি সুরাহা।
এদিকে রোহিঙ্গাদের অভ্যাসগত কারন ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনা করা কষ্টসাধ্য বলে জানান, এই কর্মকর্তা।
সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় কৃষিজমি নষ্ট হচ্ছে। স্থায়ী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ক্ষতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
এনএ/