ক্রিকেটারদের রাজনীতিতে আসার ব্যাপারে আইন ও নীতিমালা হওয়া দরকার। চাইলেই যেন কোন ক্রিকেটার রাজনীতিতে আসতে না পারে। এমন উদ্যোগ নেয়ার কথা বলেছেন বিসিবিরি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। খেলা আর রাজনীতি দুটো এক সাথে চলতে পারেনা বলেও মন্তব্য করেন গাজী আশরাফ।
বিসিবি যেন রাজনীতির আখড়া। দেশের ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপন ছিলেন মন্ত্রী পদে। এর আগে এমপি হিসেবে ছিলেন কয়েকবার। বিসিবির বোর্ড পরিচালকদের মধ্যেও এমপির হিড়িক। পুরো ক্রিকেটটাই যেন চলে রাজনীতির চালে।
ক্রিকেটারদের মধ্যে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন সাকিব আল হাসান। আওয়ামী লীগ থেকে মাগুড়ায় নির্বাচন করেন এই অলরাউন্ডার। আরেক ক্রিকেটার মাশরাফি ছিলেন টানা দুইবার এমপি।
চাইলেই যেন ক্রিকেটাররা রাজনীতিতে প্রবেশ করতে না পারেন। সেই ব্যাপারে আইন হওয়া দরকার বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাচক।
খেলার সাথে রাজনীতি জড়িয়ে গেলে পারফর্মে প্রভাব পরে বলেও মনে করেন গাজী আশরাফ।
শুধু ক্রিকেটারদের রাজনীতি প্রসঙ্গ নয়, পুরো বিসিবিকেই সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাচক।