28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ক্রীড়াঙ্গনে সিন্ডিকেট নিয়ে ক্রীড়া উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ইতালির লিগে খেলা ফাহামিদুল ইসলামকে রাখা হয়নি। বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। গতকাল মঙ্গলবারই তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছিলেন, ফাহামিদুল ইস্যুতে তিনি বসবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে।

আজ বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে দেশের ফুটবলে সৃষ্ট চলমান সঙ্কট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন তাবিথ আউয়াল। এ সময় আসিফ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরীও।

বাফুফে সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠকের ব্যাপারটি পরে এক বিবৃতিতে জানানো হয়। আসিফ মাহমুদের ফেসবুক পেজে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের ব্যাপারে বেশ কঠোর মনোভব প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা।

সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনীত অভিযোগ এবং ফাহামিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতির নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

বাফুফে সভাপতি আরও বলেন, ‘সৃষ্ট সঙ্কট কোনো সঙ্কট নয়, ফাহামিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি। ও প্রতিভাবান, তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বসিত হামজা চৌধুরীও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ জানান তিনি। বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা শুনিয়ে হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’

হামজার অন্তর্ভূক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’

পড়ুন : সাকিবের দেশে ফেরা নিয়ে বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন