28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ক্লাব জিলা স্কুলের মিলন মেলায় ঐক্য ও সম্প্রীতির আহ্বান

সাইফুল শাহীন, বিশেষ প্রতিনিধি

ঐক্য ও সম্প্রীতির আহ্বানে অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুলের মিলন মেলা। সোমবার সন্ধায় রাজধানীর বনানী বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে আয়োজন করা হয় ক্লাব জিলা স্কুলের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।

সোমবার বিকাল ৫ টায় শুরু হয় রেজিষ্ট্রেশন। এতে অংশ নেয় বিভিন্ন জেলা স্কুলের প্রাক্তন ছাত্ররা। ১৯৬৬ থেকে ১৯৯৮ ব্যাচের ছাত্রদের মিলন মেলা যেন সবাইকে কৈশরে ফিরিয়ে নিয়ে যায়। গল্প-আড্ডা আর স্কুল জীবনের স্মৃতিচারণে মুখরিত হয়ে উঠে পুরো অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি স্থপতি মাসুদুর রহমান খান ক্লাব প্রতিষ্ঠায় যারা এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানান। ক্লাবের সিনিয়র মেম্বাররা বলেন, সকলের সহযোগিতায় ক্লাব জিলা স্কুল রাজধানী ঢাকার বুকে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে রূপ নেবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন CLUB ZILLA SCHOOL এর ফাউন্ডিং ডাইরেক্টর জনাব আরিফ চৌধুরী রাসেল (MZS 1995 batch )।

সারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা জিলা স্কুলগুলোর প্রাক্তন ছাত্ররা ধীরে ধীরে ক্লাব জিলা স্কুলের সদস্য হবেন এমনটা প্রত্যাশা করে অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাই মিলে ঐক্য আর সম্প্রীতির মাধ্যমে এই ক্লাবকে এগিয়ে নিতে বদ্ধপরিকর সদস্যরা।

বাংলাদেশের ১৫টি জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে ক্লাব জিলা স্কুল গঠিত হয়েছে। ক্লাব জিলা স্কুলের মেম্বারশীপের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৩৩৩৩৮৮৭৭/ ০১৮৪৭০৮২৫৭০/ ০১৭৪৭২২৬৪২২ মোবাইল নম্বরে। এছাড়াও ক্লাব জিলাস্কুল ফেসবুক পেইজেও তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন